সভার কায্য বিবরণীর অনুলিপি
সভার তারিখ : ০১/০১/২০১৪
স্থান : ইউ.পি কার্যালয়
সময় : বেলা ১১ টা
বার : বুধবার
অদ্য ০১/০১/২০১৪ ইং তারিখে রোজ বুধবার বেলা ১১ঘটিকার সময় বিনাজুরী ইউনিয়ন পরিষদে এক সভা ইউ,পি চেয়ারম্যান বাবু সুকুমার বড়ুয়া এর সভাপতিত্বে বিনাজুরী ইউ.পি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতি মহোদয় উপস্থিত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কাজ যথারীতি আরম্ভ করেন।
উপস্থিত সদস্যবৃন্দের নাম ও স্বাক্ষর
১।চেয়ারম্যান- বাবু সুকুমার বড়ুয়া- (স্বাক্ষরিত)
২।সদস্যা- মিসেস লিপি বড়ুয়া -(স্বাক্ষরিত)
৩।সদস্যা- মিসেস রূপালী চৌধুরী- (স্বাক্ষরিত)
৪।সদস্যা- মিসেস রাসু আক্তার- (স্বাক্ষরিত)
৫।সদস্য- বাবু রাখাল চন্দ্র বড়ুয়া- (স্বাক্ষরিত)
৬।সদস্য- বাবু বিকাশ বড়ুয়া- (স্বাক্ষরিত)
৭।সদস্য- বাবু শ্যামল বড়ুয়া- (স্বাক্ষরিত)
৮।সদস্য- বাবু প্রভাষ মহাজন- (স্বাক্ষরিত)
৯।সদস্য- বাবু নেপাল মহাজন- (স্বাক্ষরিত)
১০।সদস্য- বাবু হারাধন মহাজন- (স্বাক্ষরিত)
১১।সদস্য- জনাব মোছলে উদ্দীন বেলাল- (স্বাক্ষরিত)
১২।সদস্য- জনাব নূর উদ্দীন মোহাম্মদ মোরশেদ চৌধুরী- (স্বাক্ষরিত)
১৩।সদস্য-জনাব মোহাম্মদ নুরুল ইসলাম(টিটু)- (স্বাক্ষরিত)
২য় আলোচ্য বিষয়: ২০১৩-২০১৪ অর্থবছরে স্থাবর সম্পত্তির হস্থান্তর কর ১% এর আওতায় অত্র ইউনিয়নের পরিষদের অনুকুলে বরাদ্দকৃত অর্থের বিপরীতে উন্নয়ন প্রকল্প গ্রহন পূর্বক অনুমোদন প্রদান প্রসঙ্গে।
আলোচনা: অদ্যকার সভায় সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দকে জানান যে,২০১৩-২০১৪ অর্থবছরে স্থাবর সম্পত্তি হস্থান্তর কর ১% এর আওতায় অত্র বিনাজুরী ইউনিয়ন পরিষদের অনুকুলে ৩,০০,০০০/-(তিন লক্ষ)টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে।উক্ত বরাদ্দকৃত অর্থের অনুকুলে অত্যন্তজনগুরুত্বপূর্ন উন্নয়ন প্রকল্প প্রণয়ন করার জন্য সম্মানিত চেয়ারম্যান সাহেব উপস্থিত সদস্যবৃন্দকে আহবান জানান।এ ব্যাপারে বিস্তারিত আলোচনান্তে নিমণলিখিত উন্নয়ন প্রকল্পগুলো প্রণয়নপূর্বক সবসম্মতিক্রমে অনুমোদিত হয়।
গৃহীত উন্নয়ন প্রকল্প সমূহের নামঃ-
১। বিনাজুরী ইউনিয়ন কাগতিয়া বাজার সহ কাগতিয়া ব্রিজ থেকে পূর্ব বিনাজুরী রাস্তা মাথা পর্যন্ত রোড লাইটিং
সর্বমোট লাইট ৫০টি - ব্যয় কৃত অর্থ- ৩,০০,০০০/-টাকা।
অদ্যকার সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS